**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

এবার ষাঁড়-গাভীর বিয়ে, অতিথি ৭০০!


ভারতের উত্তরপ্রদেশে দুই কুকুরের বিয়ের পর এবার গুজরাটে গবাদি পশুর বিয়ে! হ্যাঁ। হোলির পুণ্য তিথিতে সাত পাকে বাঁধা পড়তে চলছে আমেদাবাদের পুনম (গাভী) ও বাগাদানার অর্জুন (ষাঁড়)। সারা ভারতে এটাই সম্ভবত প্রথম বিবাহ যেখানে মালা বদল ও সিঁদুর দানের ইতিহাস গড়বে এক ষাঁড় ও এক গাভী। বিয়েতে ৭০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। পারাসানা দাতব্য সংস্থার উদ্যোগেই এই বিয়ের আয়োজন করা হচ্ছে। খবর জি নিউজের। ট্রাস্টের চেয়ারম্যান বিজয় বলেন, "আমি ৩০ বছর ধরে গবাদি পশুর লালন পালন করে আসছি। এটা ভেবেই ভালো লাগছে গবাদি পশুর প্রতি আমার প্রেম সারা ভারতে একটা উদাহরণ হয়ে থাকবে। পুনম (গাভী) আমার মেয়ে। ওর বিয়ে হবে ধুমধাম করেই।" পুনমের বিয়ের জন্য ইতিমধ্যে বিজয় স্বর্ণের গহনাও তৈরি করেছেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Post a Comment