Sponsored Ad

এএফসিএসআর-এর সঙ্গে যুক্ত হলো বিজ কেয়ারম্যানিলাভিত্তিক এশিয়ান ফোরাম অন করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (এএফসিএসআর) সঙ্গে যুক্ত হলো দেশীয় কন্সালট্যান্সি ফার্ম বিজকেয়ার। 

সোমবার (২১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, ব্যবসায়ী সহযোগী হিসেবে বিজ কেয়ার এএফসিএসআর এর সঙ্গে যৌথভাবে কাজ করবে। চলতি বছরের সেপ্টেম্বরে মায়ানমারে অনুষ্ঠিতব্য সিএসআর এর ওপর আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করবে বিজ কেয়ার। 

বিজ কেয়ার সিএসআর, যোগাযোগ ও মানবসম্পদ উন্নয়নে পরামর্শক হিসেবে কাজ করে। সম্প্রতি গবেষণা ও সিএসআর ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে বিজ কেয়ার। 
সূত্র : জাগোনিউজ২৪

Post a Comment