**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

মিকা সিংয়ের সঙ্গে গাইলেন শাহরুখ

বলিউড কিং শাহরুখ খান শুধু অভিনয় নয় একটু আধটু গানও গাইতে জানেন। সম্প্রতি বলিউডের প্রযোজক করিম মোরানির জন্মদিনের উৎসবে গাইতে দেখা গেলো শাহরুখকে। সঙ্গে ছিলেন ভারতীয় পপ গায়ক মিকা সিং। 

বলিউড জগতে প্রযোজক করিম মোরানির বেশ কাছের লোক এবং বন্ধু হিসাবেই সমাদৃত শাহরুখ খান। আর বুধবার ছিলো এ প্রযোজকের জন্মদিন। এতো কাছের মানুষের জন্মদিনে কিং খান থাকবেন না তা কি করে হয়। তবে শুধু উপস্থিত হয়েই ক্ষান্ত হননি বলিউড বাদশা। নেচে গেয়ে তিনি মাতিয়ে দিয়েছেন।

অনুষ্ঠানে মিকা সিংয়ের সঙ্গে গলা মিলিয়ে করিম মোরানির উদ্দেশ্যে গাইলেন ‘বিল্লো’ গানটি। 

এদিকে আগামী মাসেই মুক্তি পাওয়ার কথা রয়েছে শাহরুখ খানের নতুন ছবি ‘ফ্যান’। বর্তমানে তার প্রচারণা নিয়েই ব্যস্ত আছেন বলিউডের কিং খান। 
সূত্র : জাগোনিউজ২৪

Post a Comment