**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

মাদাম তুসোয় স্থান পাচ্ছে মোদির অবয়ব


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি এবার মাদাম তুসো জাদুঘরে! কী ভাবছেন ঘুরতে গেছেন তিনি? মোটেই না। ক্রিম রঙের কুর্তা, সঙ্গে জ্যাকেট আর নমস্কার করার ভঙ্গিতে মাদাম তুসোয় দেখা যাবে মোদির মোমের মূর্তি।

বিশ্বের তাবড় তাবড় প্রভাবশালী নেতাদের পাশাপাশি এবার মাদাম তুসোর জাদুঘরে মোমের মূর্তি বসতে চলেছে মোদির। আগামী এপ্রিল মাসের মধ্যে লন্ডন, সিঙ্গাপুর, হংকং এবং ব্যাংককে মাদাম তুসোর পূর্ণাবয়ব মূর্তি দেখতে পাবেন দর্শকরা।

বিশ্ব রাজনীতিতে এখন এক গুরুত্বপূর্ণ নাম হলো নরেন্দ্র দামোদরদাস মোদি। ২০১৫ সালে টাইমস ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের প্রথম দশজন প্রভাবশালী নেতাদের নামের তালিকায় মোদি রয়েছেন।

এই মুহূর্তে ট্ইুটারে সবচেয়ে বেশি মানুষ ফলো করেন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে। তার পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন নরেন্দ্র মোদি। জনপ্রিয়তার কথা মাথায় রেখেই মোদির মূর্তি বসাতে চলেছে মাদাম তুসো কর্তৃপক্ষ।

এবিষয়ে মোদি বলেন, “মাদাম তুসোয় স্বনামধন্য সব ব্যক্তিদের মূর্তি রয়েছে, তাদের পাশে আমার মূর্তি বসানো হচ্ছে, তা জনগণের ইচ্ছানুসারেই।”

ource : jagonews24

Post a Comment