**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

হাত ঘড়িতেই মিলবে খাবার [ভিডিও]


ঘড়িতে এখন মোবাইলের কাজ করা যায়। কিন্তু ঘড়ি তো আর খাবারের যোগান দেয় না। তবে নতুন একটি ঘড়ি জাপানে তৈরি হয়েছে যার নাম বেন্টো ওয়াচ। এই ঘড়ি আপনার দুপুরের খাবারের ব্যবস্থা করবে এবং খাবার খাওয়ার জন্য চ্যাপস্টিকও দেবে। জাপানের ইতিহাসে এটাই প্রথম ঘড়ি যেখানে থাকছে খাবারের সুবিধা। ব্যস্ত লোকদের এখন আর খাবার নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না।

ঘড়িটিতে সবজিগুলোর ক্ষুদ্র অংশ ব্যবহার করা হয়েছে এবং ঘড়িটির ডায়াল অংশে খাবার গুলো সজ্জিত থাকে। এ সম্পর্কে একটি ভিডিও প্রকাশিত হয়েছে ইউটিউবে। ভিডিওতে দেখা গেছে, একজন জাপানিজ এক্সিলেটরে করে ওপরে উঠার সময় ঘড়ির ডায়াল বক্স থেকে চ্যাপস্টিক বের করে নিলো। তারপর সেই চ্যাপস্টিক দিয়ে ঘড়ির ভেতরের খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করল।

যদিও এটি শুধুই একটি বিজ্ঞাপন। যা জাপানের সবজি বিক্রেতা প্রতিষ্ঠান টাকি সিড তৈরি করেছে । কয়োটো শহর ভিত্তিক এই প্রতিষ্ঠানটি ফুল এবং সবজি বীজ কৃষকদের মধ্যে বিতরণ করে। তবে এই বিজ্ঞাপনের ঘড়িটি সত্যিই চমকপ্রদ। এবং এই ঘড়িটি দেখার পর আপনার নিজেরও এমন একটি ঘড়ি পেতে ইচ্ছে হতে পারে।

যতোক্ষণ পর্যন্ত সত্যিকারভাবে ঘড়ি থেকে খাবার খাওয়া যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এই কনসেপ্ট ঘড়িটি দেখেই চোখ জুড়াতে হবে।
সূত্র : বাংলামেইল২৪
দেখুন ভিডিওতেঃ

Post a Comment