**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

সড়ক দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত নায়লা নাঈম!


সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন মডেল ও অভিনেত্রীরা নায়লা নাঈম। গতকাল বুধবার রাতে গাজীপুরে নিজের নির্মিতব্য বাড়ির কাজ তদারক করতে যান নায়লা। অটোরিক্সায় যাওয়ার সময় স্পিড ব্রেকারে ব্রেক করতে না পেরে উলটে যায়। অটোরিক্সা থেকে জাম্প করতে গিয়ে মারাত্মক আহত হন নায়লা নাঈম। নাকের উপরের অংশে ভেঙে গেছে বলে জানান।

তিনি বলেন, গতরাতে প্রাথমিকভাবে চিকিতসা নিয়েছি কিন্তু দুর্ঘটনা এতো মেজর যে কয়েকটি এক্সরে করতে হচ্ছে। কথা বলার সময় নায়লা নাঈম জানান, তাঁর ব্লিডিং এখনো বন্ধ হয় নি। নাক-মুখ দিয়ে অনবরত রক্ত ঝরছে। এছাড়াও পায়ের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি। এখন তিনি গাজীপুরের একটি বেসরকারি হসপিটালে চিকিতসার জন্য অবস্থান করছেন। এক্সরেসহ ও আনুষাঙ্গিক পরীক্ষার পর বোঝা যাবে কি অবস্থা।

Source: banglarkhobor24

Post a Comment