Sponsored Ad

কলকাতা পৌঁছে বিশ্রামে ভারতীয় দলবাংলাদেশ থেকে এশিয়া কাপ জয় করে সোমবার সকালেই কলকাতায় পৌঁছে যায় ভারতীয় দলের ক্রিকেটাররা। সকালে ধোনি-কোহলিদের দেখতে কলকাতার বিমানবন্দরে সমর্থকদের ঢল নেমেছিল। ভারতীয় দলের নামে জয়ধ্বনি দিচ্ছিলেন তারা। সঙ্গে ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আবদারও।

যদিও ভারতের মাটিতেও পুরো দলকে ঘিরে ছিল নিরাপত্তার বলয়। যেখানে মাছি গলারও জায়গা ছিল না। বিমানবন্দর থেকে হোটেল। সর্বত্রই দেখা গেল একই নিরাপত্তা ব্যবস্থা। এয়ারপোর্ট থেকে হোটেল যাওয়ার পথে বাসের মধ্যে বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের দেখা গেল সেলফি তুলতে ব্যস্ত। কখনও কখনও জানলার বাইরে সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে আশ্বস্তও করে গেলেন ধোনিরা। হয়তো বোঝাতে চাইলেন টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই ফর্মেই দেখা যাবে দলকে।

তবে টানা ম্যাচ খেলে ক্লান্ত পুরো দল। সোমবার হোটেলে ঢুকেই চলে গেলেন যে যার রুমে। কারণ ধোনিদের প্রয়োজন প্রচুর বিশ্রাম। দলের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, আজ কোনও কথা বলবে না দলের কেউই। যা হবে মঙ্গলবার থেকে।
Source : jagonews24

Post a Comment