Sponsored Ad

অশ্লীল প্রশ্ন করায় সাংবাদিককে চড় মারলেন সানি লিওনফের আলোচনায় এক সময়ের পর্নো তারকা আর এ সময়ের বলিউড তারকা সানি লিওন।

তবে এবার অশ্নীল কিছু করে নয় বরং তাকে অশ্লীল প্রশ্ন করায় এক সাংবাদিককে চড় মেরে।

বৃহস্পতিবার হোলির উৎসবে সামিল হতে গুজরাটের সুরাটে গিয়েছিলেন সানি।

‘Play Holi With Sunny Leone’-এই অনুষ্ঠানের প্রধান অতিথিই ছিলেন সানি। হোটেলে ঢোকার মুখেই সাংবাদিকের অশ্লীল প্রশ্নের সম্মুখীন হতে হয় তাকে।

সেখানে সানিকে এক সাংবাদিক সানিকে প্রশ্ন করেন, ‘নাইট প্রোগ্রামে কত টাকা নেন’। এমন প্রশ্নের উত্তর উত্তরে সবার সামনেই সাংবাদিকের গালে চড় মারেন সানি।

Source: banglarkhobor24

Post a Comment