Sponsored Ad

বৃহস্পতিবার ঢাকায় আসছেন অরিজিৎ সিংভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। তার গানের ভক্ত রয়েছে বাংলাদেশেও। সে টানেই আসছে ১০ মার্চ ঢাকায় আসছেন শিল্পী। সেদিন রাতে গাইবেন ‌‘ফ্রেশ প্রেজেন্টস অরিজিৎ সিং উইথ সিম্ফনি কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠানে।

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই কনসার্টের পাওয়ার্ড বাই সেজান ম্যাংগো ড্রিংকস, সুপার ডুপার বিস্কুট ও ইয়োলো। 

কনসার্টে থাকবে ভায়োলিন, সেতারাসহ বাদ্যযন্ত্রের পরিবেশনা। এতে ভারতের ৭০ জন শিল্পী অংশ নেবেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে গান করবেন এলিটা ও মাহাদী।

অনুষ্ঠানের টিকিট পাওয়া যাচ্ছে স্বপ্ন, সিম্ফোনি ব্র্যান্ড আউটলেট আম্বার লাইফ স্টাইল ও সহজ ডটকম-এ। টিকিটের মূল্য ১০ হাজার, ৫ হাজার ও ১২০০ টাকা।

আয়োজক প্রতিষ্ঠান ধানসিঁড়ি কর্তৃপক্ষ জানায়, ১০ মার্চ বিকেলে অরিজিৎ সিংয়ের সঙ্গে একটি প্রেস মিট হবে। সেখানে কনসার্ট নিয়ে অরিজিৎ তার অনুভূতি ও প্রস্তুতির কথা জানাবেন।

প্রসঙ্গত, অরিজিৎ এর আগে গত বছর মে মাসে ঢাকায় এসেছিলেন কনসার্টে অংশ নিতে। 

Source : jagonews24

Post a Comment