Sponsored Ad

গুগল নিরাপদ নয়!সার্চ জায়ান্ট গুগল বলছে, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য গুগল ডটকম (google.com) নিরাপদ নয়। গুগলের একটি নিজস্ব সিকিউরিটি টুল গুগল ডটকমকে ঝুঁকিপূর্ণ সাইট হিসেবে চিহ্নিত করেছে। সম্প্রতি একজন রেডিট ব্যবহারকারীর নজরে এ বিষয়টি আসার পর গুগল এ তথ্য জানায়।

ক্রোম ব্রাউজারে ইন্টারনেটে কোনো ট্যাব খুললে একটি সিকিউরিটি টুল সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয় কোন সাইট নিরাপদ, আর কোন সাইট নিরাপদ নয়। সেখান থেকে গুগল ডটকমের আংশিক ঝুঁকির কথা জানা গেছে। এই সাইট ব্যবহার করলে হ্যাকাররা কম্পিউটারে ম্যালওয়ার সফটওয়ার ইন্সটল করে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। 

অ্যাড্রেস বারে google.com টাইপ করলে এই সার্চ ইঞ্জিনের হোমপেজ চালু হয়। প্রত্যেক সার্চে গুগল কয়েক লক্ষ রেজাল্ট দেয়। যে সব সার্চ রেজাল্ট আসে, তার মধ্যে কয়েকটি এমন কোনও সাইটে ইউজারকে নিয়ে যেতেই পারে, যা রীতিমত বিপজ্জনক। বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে গুগল।
সূত্র : জাগোনিউজ২৪

Post a Comment