**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

‘দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ৯০ লাখ’


প্রতিবছর এক লাখ মানুষ নতুন করে ডায়াবেটিস রোগে আক্রান্ত হন। শুধু আমাদের দেশেই ডায়াবেটিস রোগীর সংখ্যা ৯০ লাখ` এমন তথ্য উঠে এসেছে পাবলিক হেলথ ফাউন্ডেশনের এক আলোচনায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস’ উদযাপন শীর্ষক আলোচনা সভায় এমন তথ্যই তুলে ধরেন আলোচকরা।  

সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস এমনই একটি রোগ যার কারণে দেহের গুরুত্বপূর্ন অঙ্গের কার্যক্ষমতা হ্রাস পেয়ে হার্ট অ্যাটাক, কিডনি ফেইলিউর, অন্ধ হয়ে যাওয়া, পায়ে পচনসহ অনেক সময় অঙ্গহানিও হতে পারে।  

বিশ্বে বহু মানুষ ডায়াবেটিসে ভূগছে যা আগামী ২০ বছরের মধ্যে দ্বিগুন হয়ে যাবে।

গত বছর ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রায় ১.৫ মিলিয়ন মানুষ মারা গেছে। যার মধ্যে ৮০ শতাশং বেশি মারা যায় নিম্ন মধ্যে আয়ের দেশগুলোতে।

এক হিসেবে দেখা গেছে, কেবল ডায়াবেটিসের হার কমাতে পারলেই স্বাস্থ্য খাতে ১১ শতাশং পর্যন্ত ব্যায় কমানো সম্ভব হবে। আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো.  ফরিদ উদ্দিন।

পাবলিক হেলথ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মুজাহেরুল হকের সঞ্চালনায় আলোচনায় সভায় উপস্থিত ছিলেন, মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান, অধ্যাপক রাকিবুল মোহাম্মদ আনোয়ার, আইসিডিডিআরবির ডা. ফাতেমা আশ্রাফ, অধ্যাপক ডা. শারমিন ইয়াসমিন প্রমূখ।

সূত্র : জাগোনিউজ২৪

Post a Comment