Sponsored Ad

সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেয়ার দাবিসড়কপরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দেয়াসহ ১২ দফা দাবি  জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান। 

মানববন্ধনে বক্তারা বলেন, সধারণ শ্রমিকরা আজ মালিকদের দ্বারা নির্যাতিত। তথাকথিত  শ্রমিক ফেডারেশন নামে একটি সংগঠন দেশের সব বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজি করছে। অবিলম্বে এ চাঁদাবাজি বন্ধ করতে হবে।

তারা মালিকদের প্রতি অভিযোগ করে বলেন,  আমাদের কাজের কোন নিয়োগপত্র দেওয়া হয় না। এমনকি কোন চুক্তিপত্রও দেয়া হয় না। তাই  সরকারের কাছে আমাদের দাবি, যেন অবিলম্বে মালিকদেরকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে নিয়োগপত্র দেয়ার নির্দেশ দেয়।

মানববন্ধনে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিয়োগপত্র প্রদান, চুক্তিপত্র প্রদান, বাস টার্মিনালে চাঁদাবাজি বন্ধ, দুই  ঈদে বোনাস ও ওভার টাইম চালু।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রচার সম্পাদক সুনিল শেঠ, সড়ক পরিবহন শ্রমিক লীগের সদস্য মোহাম্মদ আলী প্রমুখ।

Source : jagonews24

Post a Comment