Sponsored Ad

উড়িষ্যায় প্রচণ্ড দাবদাহে ৩০ জনের মৃত্যুভারতের উড়িষ্যায় প্রচণ্ড দাবদাহে ৩০ জনের মৃত্যু হয়েছে। প্রদেশের বেশ কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রী রেকর্ড করা হয়েছে। স্থানীয় গণমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিমাঞ্চলীয় বোলানগির জেলার তিতলাগর এলাকার তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। বুধবার সেখানে তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৪৫ ডিগ্রী। প্রদেশের ১৮টি এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর উপরে রেকর্ড করা হয়েছে। তালছের এলাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ দশমিক ৬। এছাড়া ভাওয়ানি পাটনায় ৪৩ দশমিক ৫, মালকানগিরিতে ৪৩ দশমিক ৪ এবং বোলানগিরে তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রী।

দাবদাহে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে খুরদা জেলায়। এছাড়া প্রচণ্ড দাবদাহে চুত্তাক জেলায় চারজন, অঙ্গুলে তিনজন এবং বালাসোর, গানজাম. কেউনঝার ও নয়াগরে দু’জনের মৃত্যু হয়েছে। অপরদিকে প্রচণ্ড গরমে রায়াগাদা, নুপাদা, মায়ুরভাঞ্জ, ঝারসুগুডা, জয়পুর, জগতসিংপুর, ধেনকানাল, ভাদরকি এবং বোলানগিরে এক জন করে মারা গেছে। 

Source : jagonews24

Post a Comment