Sponsored Ad

ফ্রান্সের ইউরোর দলে নেই বেনজেমা!সতীর্থ ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার অভিযোগে ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপেই খেলা হচ্ছে না ফ্রান্স স্ট্রাইকার করিম বেনজেমার। অথচ রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটাচ্ছিলেন তিনি। ফ্রান্সের অন্যতম সেরা এই স্ট্রাইকার নিজেই জানালেন, তিনি ইউরো ২০১৬’য় ফ্রান্স দলে থাকতে পারছেন না। নিজেই টুইটবার্তায় এই কথা সবাইকে জানিযে দেন তিনি।

মঙ্গলবারই করিম বেনজেমার ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসার কথা রয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম এবং ফ্রান্স ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লি গ্রেটের। একই সঙ্গে ম্যাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার যে অভিযোগ উঠেছে সে সম্পর্কেও আলোচনা করবেন তারা।

Source : jagonews24

Post a Comment