Sponsored Ad

জুলহাজ-তনয় হত্যার দায় স্বীকার আনসার আল ইসলামেরজুলহাজ মান্নান এবং সামির মাহবুব তনয়ের হত্যার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখা আনসার আল ইসলামের বাংলাদেশ শাখা।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে এক টুইট বার্তায় আনসার আল ইসলামের তরফ থেকে হত্যার দায় স্বীকার করে এক টুইট বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, আলহামদুলিল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ তা`লার অশেষ অনুগ্রহে আনসার আল ইসলামের মুজাহিদিনরা বাংলাদেশে সমকামিতা চর্চা ও প্রসারের পথিকৃৎ, সমকামীদের গুপ্ত সংগঠন  `রূপবান`র পরিচালক জুলহাজ এবং তার সহযোগী সামির মাহবুব তনয়কে হত্যা করেছে। 

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্ত উত্তর ধানমন্ডির ৩৫ নম্বর বাসায় ঢুকে ওই দুই জনকে কুপিয়ে হত্যা করে। নিহত জুলহাজ মান্নান ঢাকায় মার্কিন দাতা সংস্থা ইউএস এইডে কর্মরত ছিলেন।
সূত্র : জাগোনিউজ২৪

Post a Comment