Sponsored Ad

ইরাকে ১ মাসে নিহত ১ হাজারইরাকে গত এক মাসে বিভিন্ন সহিংসতার ঘটনায় ১ হাজার ১শ ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১ হাজার ৫শ ৬১ জন।জানিয়েছে। শুক্রবার ইরাক বিষয়ক জাতিসংঘের সহযোগী মিশন ইউএনএএমআইয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের দূত এবং ইউএনএএমআই প্রধান জন কুবিস।

নিহতদের মধ্যে ৫শ ৭৫ জন এবং আহতদের মধ্যে ১ হাজার ১শ ৯৬ জনই বেসামরিক নাগরিক। এ বিষয়ে জন কুবস বলেন, বিভিন্ন সহিংসতায় মানুষের হতাহতের ঘটনা ঘটেই চলেছে। এসব ঘটনায় আমি মারাত্মকভাবে বিপর্যস্ত। সাধারণ মানুষ সহিংসতার আগুনে পুড়ে মরবে এটা আমরা কি করে মেনে নিচ্ছি?

২০১৪ সালের জুন মাসে ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু উল্লেখযোগ্য অংশ দখল করে নেয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। তারা এসব এলাকায় নারকীয় হত্যাকাণ্ড চালাচ্ছে।

Source : jagonews24

Post a Comment