**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

আইপিএলে প্রথমবার অনুশীলনে মুস্তাফিজ


আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দারাবাদের হয়ে প্রথমবারের মত অনুশীলনে নামলেন মুস্তাফিজ। 

বিশ্বকাপ শেষে কয়েকদিনের বিরতির পর আইপিএল খেলতে উড়ে গেছেন মুস্তাফিজ। বৃহস্পতিবার প্রথমবারের মত দলের সঙ্গে অনুশীলনে নামেন মুস্তাফিজ

আগে বৃহস্পতিবার দুপুরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুস্তাফিজের হাতে তুলে দেয়া সানরাইজার্স  

হায়দারাবাদের নতুন জার্সি। ৯০ নাম্বার জার্সি পরে মাঠ মাতাবেন মুস্তাফিজ। এছাড়া আগত মিডিয়ার সামনেও পরিচয় করিয়ে দেয়া হয় মুস্তাফিজসহ দলের অন্যান্য সদস্যদের। নেটে বোলিং অনুশীলন করেন তিনি। তাছাড়া সতীর্থ ট্রেন্ট বোল্টের সাথেও খোশ গল্পে মেতে উঠতে দেখা যায় মুস্তাফিজকে।

১২ই এপ্রিল গেইল-কোহলিদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে মুস্তাফিজের সানরাইজার্স হায়দারাবাদ।

সূত্র : জাগোনিউজ২৪

Post a Comment