**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

৩শ’ সিরীয় শ্রমিক অপহরণ করেছে আইএস


৩শ’ সিরীয় শ্রমিককে অপহরণ করেছে আইএস। বৃহস্পতিবার একটি কারখানা থেকে তাদের ধরে নিয়ে গেছে আইএস। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি ঐতিহাসিক পালমিরা নগরীসহ বেশ কিছু শহরে বেদখে চলে যাওয়ার পর দামেস্কর পূর্বাঞ্চলীয় দেমেইর শহর আক্রমণ করে আইএস। সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে, যারা আইএসের হাতে অপহৃত হয়েছে তারা সবাই আল বাদিয়া সিমেন্ট ফ্যাক্টরীর কর্মী। বাদিয়া কোম্পানী ওই শ্রমিকদের ব্যাপারে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তারা অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

ইরাক এবং সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে আইএস। তবে ওই শ্রমিকদের অপহরণের পেছনে আইএসের কি উদ্দেশ্য তা এখনও জানা যায়নি। কেননা আইএসের তরফ থেকে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়া হয়নি। 

Source : jagonews24

Post a Comment