Sponsored Ad

পুত্র সন্তানের বাবা হলেন তৌসিফ‘আমি ফুটফুটে এক পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার ছেলে হওয়ার এই সুখবরটা যেন ভালোভাবে প্রকাশ করা হয়।’ বৃহস্পতিবার রাতে জাগো নিউজকে নিজের পুত্র সন্তানের কথা এভাবেই জানালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী তৌসিফ আহমেদ।

তিনি বলেন, ‘গতকাল ৭ এপ্রিল ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে আমার স্ত্রী আফরিন জাহানের কোলজুড়ে পুত্র সন্তান জন্ম লাভ করে। তবে তারা এখনো হাসপাতালে। ডাক্তার বলেছে আরো একদিন হাসপাতালে থাকতে। খোদার অশেষ রহমতে মা-ছেলে দু`জনেই সুস্থ আছে।’

তবে তৌসিফ-আফরিনের কোলজুড়ে আসা নবজাতক এই পুত্রের নাম এখনো ঠিক করেননি তারা। তৌসিফ বললেন, ‘আমার পরিবারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। সেজন্য নাম কী রাখা হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। খুব শিগগির তার নাম রাখবো। সকলে তার জন্য দোয়া করবেন।’

এদিকে, গত ভালোবাসা দিবসে বাজারে আসে তৌসিফের সর্বশেষ অ্যালবাম ‘ভালো নেই’। এটি প্রকাশ পায় সিডি চয়েজের ব্যানারে।

Source : jagonews24

Post a Comment