Sponsored Ad

হামলা চালায় ৮ ‘জঙ্গি’, অভিযানে নৌবাহিনীর কমান্ডোরাগুলশানের হলি আর্টিসাল রেস্টুরেন্টে ৮ জন ‘জঙ্গি’ হামলা চালিয়েছে বলে জানা গেছে। তবে পরিচয় জানা না গেলেও তাদের হামলার ধরন সম্পর্কে জানা গেছে। 

তলোয়ার ও পিস্তল উঁচিয়ে ‘আল্লাহু আকবার’ বলে তারা রেস্টুরেন্টের ভেতরে ঢোকে। এসময় তারা বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটায়। এমটাই জানিয়েছেন ওই রেস্টুরেন্টের বয় সুমন।

তিনি জানান, বারান্দা থেকে লাফিয়ে নিচে নেমে পালিয়ে আসতে সক্ষম হন তিনি। ভেতরে অনেকেই আটকা পড়ে আছে। ওই রেস্টুরেন্টের অনেক কর্মকর্তা কর্মচারীই বিদেশি। এখানে আসেনও বিদেশিরা।
গুলশান ২ এর ৭৯ নম্বর রোডে ৫নং বাড়ির দ্বিতীয় তলায় এই রেস্টুরেন্টের অবস্থান। 

এদিকে প্রথমে পুলিশ জিম্মিদের উদ্ধারে কয়েকবার অভিযান পরিচালনার চেষ্টা করলে অপরদিক থেকে বিস্ফোরণ ও গুলি চালাতে থাকে। এতে তাদের পিছু হটতে হয়। উদ্ধার অভিযানে অংশ নিতে ঘটনাস্থলে এসেছে নৌবাহিনীর ৩০ সদস্যের একটি কমান্ডো টিম। ঘটনাস্থলে আছে বিমানবাহিনীও। 


এখন আক্রমণকারীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যৌথ অভিযানের প্রস্তুতিও নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলামেইল২৪


Post a Comment