Sponsored Ad

ব্রিটেনে বিস্ময়! নাস্তিকরাই সংখ্যাগুরু, খ্রিস্টানরা সংখ্যালঘুধর্মের দোহাই দিয়ে হানাহানি যখন গোটা বিশ্বেই চরম আকার নিয়েছে, সেই সময় ধর্মবিশ্বাসকেই ছুঁড়ে ফেলে দিলেন ইংল্যান্ডের অধিকাংশ মানুষ। নাস্তিকরাই এখন সে দেশে সংখ্যগুরু। সংখ্যালঘু হয়ে পড়েছেন খ্রিস্টানরা।

২০১৪ সালে করা একটি সমীক্ষার ফলাফল সম্প্রতি প্রকাশ করেছে 'ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচুড' নামে একটি সংগঠন। সেই সমীক্ষায় দেখা যাচ্ছে ইংল্যান্ড ও ওয়েলসে এখন নাস্তিক বা কোনও ধর্মের অনুসারী নন, এমন মানুষ ৪৮.৫%। ২০১১ সালে এই সংখ্যাটা ছিল ২৫%। তখনও পর্যন্ত খ্রিস্টানরাই ছিলেন সংখ্যাগুরু।

এর আগের এক সমীক্ষায় দেখা গিয়েছিল স্কটল্যান্ডেরও ৫২% মানুষ নিজেদের নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছিলেন। তবে উত্তর আয়ারল্যান্ডে এখনও পর্যন্ত ধর্মের প্রভাব দেখা যাচ্ছে।

সূত্রঃ কালেরকন্ঠ


Post a Comment