Sponsored Ad

পানিতে পড়ে যাওয়া আইফোন ফিরিয়ে দিল ডলফিন! (ভিডিও)বন্ধুরা সবাই মিলে মজা করতেই আটলান্টিকের একেবারে মাঝ খানে গিয়েছেন। বাহামাসের মাঝ সমুদ্রে মিয়ামির ডান্সার তথা চিয়ারলিডার্স টেরেসা কিই আর তার বন্ধুরা সামুদ্রিক প্রাণীদের সঙ্গে খুব মজা করছে। হঠাত্‍ই ঘটল একটা ঘটনা। যে নৌকায় টেরেসারা বসে ছিল, সেটা সামান্য কাত হতেই পড়ে গেল তার দামী আইফোনটা। টেরেসা তা দেখেই চিৎকার দিলেন। তার বন্ধুরাও হতবাক। এত গুরুত্বপূর্ণ ফোন হারিয়ে যাবে ভেবে টেরেসার হৃদ স্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো। কিন্তু তখনই ঘটল এক অদ্ভূত ঘটনা। হঠাত্‍ই পানি থেকে মুখ তুলে টেরেসার আইফোন ফেরত দিয়ে দিল এক ডলফিন। তা দেখে সবাই মহা খুশি।

ডলফিনটার নাম Cacique। ফোনটা পানিতে তলিয়ে যাচ্ছে দেখে ডলফিনটা ডুব দেয়। তারপর মুখে করে তুলে এনে ফেরত দিয়ে যায়। এই ঘটনার পুরোটাই ভিডিও করা হয়েছে। টেরেসার ফেসবুকে পুরো ঘটনা লিখে সেই ভিডিও আপলোড করতেই তা নিয়ে তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। টেরেসা ফেসবুকে লেখেন, 'Cacique, নামের ডলফিনটা আমার পানিতে পড়ে যাওয়া ফোনটা ফেরত দিয়ে দিল। সত্যি দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিসের সাক্ষী থাকলাম।' 


-bdpratidin

Post a Comment