Bangla News: বাংলালিংক সিম এখন ফ্রি


নারায়ণগঞ্জের পথে পথে বিনামূল্যে পাওয়া যাচ্ছে বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের সিম। সিম কিনতে কোনো টাকাই লাগবে না, ‘বাংলালিংক সিম এখন ফ্রি’ কাগজ লেখা প্ল্যাকার্ড লাগিয়ে ফুটপাতে এমন বেশকিছু অস্থায়ী দোকানে বিনামূল্যে সিম দেওয়া হচ্ছে।

নারায়ণগঞ্জ নগরের চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এইরকম কয়েটি ভ্রাম্যমাণ সিম বিক্রেতাকে দেখা যায়। যারা ‘ফ্রি বাংলালিংক সিম’ লেখা কয়েকটি স্টলে বসে সিম বিক্রি করছিলেন। 

এছাড়াও বন্দর, নগরের বিভিন্ন স্থানে ফ্রি সিম বিক্রি করতে দেখা গেছে। এইরকম একজন সিম বিক্রেতার সাথে কথা হলো। তিনি বলেন, মোবাইল কোম্পানি আমাদেরকে এই সুবিধা দিয়েছে। কোম্পানির প্রমোশনের জন্য আমরা বিনামূল্যে সিম বিক্রি করছি।

একদম বিনামূল্যে সিম বিক্রয় করলেও ‘সামান্য’ শর্ত যুক্ত রয়েছে। সিম বায়োমেট্রিক পদ্ধতি মেনে রেজিস্ট্রেশন করে দেয়া হবে, আর তাতে মাত্র ২৯ টাকা রিচার্জ করতে হবে। আর রিচার্জের সাথে সাথেই বিনামূল্যে সিমটি গ্রাহকের হাতে তুলে দেয়া হবে।


-লেটেস্টবিডিনিউজ

Post a Comment