**TRY FREE HUMAN READABLE ARTICLE SPINNER/ARTICLE REWRITER**

বিশ্বের পরিচ্ছন্নতম গ্রাম


‘ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজ’ বলা হয় গ্রামটাকে! ছবির মতো সুন্দর গ্রামটি ভারতের মেঘালয় রাজ্যে। মেঘেদের আলয়ই বটে, প্রায় সময়ই মেঘেরা এসে অভ্যর্থনা জানিয়ে যায় সবাইকে। গ্রামটির নাম মাওলিননং।

ঘন নীল আকাশ, সবুজে ভরা গাছগাছালি, রকমারি ফুলবাহারি, কত প্রজাপতির ওড়াউড়ি। সুন্দর করে বাড়িগুলো সাজানো। এ গ্রামের সবাই শিক্ষিত। সুন্দর রুচির ছাপ সর্বত্র। ডাস্টবিনগুলোও সুন্দর, অদ্ভুত। না শুধু গ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেই যে পৃথিবীর সেরা গ্রাম, তা নয়। গ্রামের মানুষের পোশাক-পরিচ্ছদ, বাড়িঘর, সব কিছু একদম ঝকঝকে, তকতকে। এখানে কেউ যত্রতত্র কিছু ফেলতে পারে না, মদ খাওয়ার অনুমতি নেই বাইরে। কারোর সঙ্গে বিরূপ ব্যবহার করা যায় না, ফুল তোলা বা গাছের পাতা ছেড়াও নিষেধ। রয়েছে আরও নিয়মবিধি। তাই ‘ওয়ার্ল্ড ক্লিনেস্ট ভিলেজের’ তকমা ২০০৩ সাল থেকে। শিলং শহর থেকে ৯০ কিলোমিটার দূরে গ্রামটির অবস্থান।

-ওয়েবসাইট/জনকন্ঠ

Post a Comment