Sponsored Ad

রিও ডি জেনিরোতে অলিম্পিকের মশাল বহন করবেন ড. ইউনূসব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠেয় আন্তর্জাতিক অলিম্পিক গেমসে মশাল বহন করবেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাথে আমন্ত্রণে সারা দিয়ে তিনি এই মশাল বহন করবেন। রিও ডি জেনিরোতে অলিম্পিকের প্রেরণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার মিশনে ড. ইউনূসকে এই আমন্ত্রণ জানানো হয়। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিবৃতি এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অলিম্পিক গেমসের জন্মস্থল গ্রিসের অলিম্পিয়া নগরীতে গত ২১ এপ্রিল ২০১৬ ঐতিহ্যবাহী অলিম্পিক মশাল প্রজ্বালনের মাধ্যমে রিও অলিম্পিক মশালের যাত্রা শুরু হয়। ব্রাজিলে অলিম্পিক মশালযাত্রা শুরু হয় ৩ মে সেদেশের রাজধানী ব্রাসিলিয়া থেকে।

সারা দেশ পরিভ্রমণের পর রিও অলিম্পিকের মশালযাত্রা শেষ হবে ৫ আগস্ট ২০১৬ মারাকানা স্টেডিয়ামে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। ড. ইউনূস ৪ আগস্ট রিও-তে অলিম্পিক মশাল যাত্রার শেষ পর্বে মশাল বহন করবেন। একই দিন রিওতে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভায় ভাষণ দেবেন তিনি।

-kalerkantho


Post a Comment