Sponsored Ad

Olympic News 2016: ৮০০ মিটারে এবারো সেরা 'কিং রুডিশা'শেষ ল্যাপে 'কিং রুডিশা' রাজার মতোই ছুটলেন। এবং ৮০০ মিটার দৌড়ের মুকুটটাও তুললেন মাথায়। চার বছর আগে লন্ডনে জেতা শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন। কেনিয়ার এই দৌড়বিদ তাতে উঠে গেলেন ভিন্ন উচ্চতায়। এই ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী ডেভিড রুডিশা সময় নিয়েছেন ১ মিনিট ৪২.১৫ সেকেন্ড। ৫২ বছরের মধ্যে তিনিই প্রথম এই ইভেন্টে অলিম্পিকের সোনা ধরে রাখতে পারলেন।

"১:৪২ এ দৌড় শেষ করা অসাধারণ ব্যাপার। আমার অবশ্য সংশয় ছিল না।" ২৭ বছরের রুডিশা তার জয়ের পর বললেন, "এমন বড় প্রতিযোগিতায় দ্বিতীয়বার সোনা জেতা দারুণ ব্যাপার।" ২০১০-১২ এর দিকে ফর্মের তুঙ্গে ছিলেন। এবার জানালেন, এখন আরো শিখরে তিনি। সাম্প্রতিক সময়ের ইনজুরি কাটিয়ে এই জয়ও বিশেষ কিছু তার কাছে।

আলজেরিয়ার ১৫০০ মিটার চ্যাম্পিয়ন তৌফিক মাখলুফি এই ইভেন্টে জিতেছেন রুপা। ১;৪২.৬১ সেকেন্ড তার দেশের জাতীয় রেকর্ড। আমেরিকার ক্লেটন মার্ফি ব্রোঞ্জ জিতেছেন ১:৪২.৯৩ সেকেন্ডে। এই ইভেন্টে ২০১‌২ লন্ডন গেমসের সোনা রুডিশা জিতেছিলেন ১:৪০.৯১ সেকেন্ডের বিশ্ব রেকর্ড গড়ে।

-কালেরকণ্ঠ


Post a Comment