সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানে কোনো এমপি অংশ নিলে তারা সম্মানী ভাতা না নেওয়ার কথা জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ টেলিভিশনের ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ অংশ নেন।
এছাড়া বাহির থেকে আসা শিল্পী ও কলাকুশলীদের বিটিভির কাঠামো অনুযায়ী সম্মানী দেয়ার সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ বাংলাদেশ টেলিভিশনের সমস্যা ও অনুষ্ঠানসূচি সম্প্রচার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সংসদ বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান চলাকালীন মাঝে মাঝে অন্য চ্যানেলের অনুষ্ঠান চলে আসার কারণে এর কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কমিটি এই সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সংসদ বাংলাদেশ টেলিভিশন প্রাইম ব্রান্ডের অন্তর্ভুক্ত করণের বিষয়ে সুপারিশ করে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
সূত্র : জাগোনিউজ২৪
0 Response to "সংসদ টিভিতে অংশ নেয়া এমপিদের সম্মানী নয়"
Post a Comment