হেলমেট ছাড়া বাইক চালানো নিয়ে বাংলাদেশে
সম্প্রতি সোশ্যাল সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। কিন্তু ভারতের এই
ভিডিওটা যেন সব কিছুকেই ছাপিয়ে যায়। ঘুষের টাকা ভাগাভাগি নিয়ে নিজেদের
মধ্যে মারামারি করছে পোশাক পরিহিত পুলিশ এমন একটি ভিডিওই এখন ভারতে সোশ্যাল
সাইটে ভাইরাল।
স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে
লিখেছে, ভারতের লখনৌয়ের ইতুঞ্চ থানা এলাকায় প্রকাশ্যে দিবালোকে হঠাৎই লড়তে
দেখা গেল দুই পুলিশ কর্মীকে। কাছে যেতেই বোঝা গেল ঘুষের ভাগাভাগি নিয়েই
চলছে জোর লড়াই। মারামারি করতে করতে নর্দমাতেও একবার পড়ে গেল তারা। তবুও
হুঁশ ফিরল না। শেষ পর্যন্ত তাদের ঠেকাতে ছুটে গেলেন আরও তিন পুলিশ কর্মী।
অনেক চেষ্টায় ছাড়ানো গেল তাদের। আর পুরো ঘটনাটি দেখতে রাস্তায় তখন তুমুল
ভিড়। কেউ কেউ মোবাইলেও রেকর্ড করে নিলেন মজাদার এই দৃশ্যটি।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর টনক নড়ে লখনৌ
পুলিশের। অভিযুক্ত দুই পুলিশ কর্মী বীরেন্দ্র যাদব ও অনুজের বিরুদ্ধে
ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে।
সূত্রঃ বাংলামেইল২৪
0 Response to "ঘুষ ভাগাভাগি নিয়ে রাস্তায় পুলিশের মারামারি [ভিডিও]"
Post a Comment