Bangla news: বরের বয়স ৯২ বছর আর বিয়ে করলেন ২২ বছরের সুন্দরী নাতনীকে!


মুসালি মোহাম্মদ আল-মুজামায়ির বয়স ৯২। বৃহস্পতিবার তিনি দ্বিতীয় বিয়ে করলেন। পাত্রী তারই নাতনি। বয়সে ৭০ বছর ছোট নববধূ মুনা মুখলিফ আল-জুবুরি।

বৃহস্পতিবার ২২ বছর বয়সী আল-জুবুরির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১৬ সন্তানের বাবা আল-মুজামায়ি। নাতনিকে বিয়ে করতে পেরে মহাখুশি এ বৃদ্ধ।92 year  old man married 22 year old girl (1)


তিনি বলেন, “নাতনিকে বিয়ে করতে পেরে আমি খুবই খুশি।”


স্থানীয় ও ধর্মীয় নেতাদের উপস্থিতিতে নাচ, গানের মাধ্যমে মহা ধুমধামে তাদের এ বিয়ে হয়। ইরাকের রাজধানী বাগদাদের বাসিন্দা আল-মুজামায়ির দ্বিতীয় স্ত্রী হলেন আল-জুবুরি। বছর তিনেক আগে আল-মুজামায়ির ৫৮ বছর বয়সী স্ত্রী মারা যান।

Source: সূত্রঃ বাংলানিউজলাইভ২৪

0 Response to "Bangla news: বরের বয়স ৯২ বছর আর বিয়ে করলেন ২২ বছরের সুন্দরী নাতনীকে!"

Post a Comment