Bangla News: চলে গেল ব্যাঘ্র-সম্রাট ‘মাছিল’


এক সময়ে সে ছিল রানথামবোর ন্যাশনাল পার্কের রানী৷ কিন্তু দীর্ঘ পাঁচদিন ধরে বার্ধক্যজনিত কারণে ভুগছিল বাঘিনী মাছিল৷ অবশেষে শ্বাস থামল বৃহস্পতিবার৷ ১৯ বছর বয়সে প্রয়াত হলো একসময়ে বিশ্বের সবচেয়ে বেশি চর্চিত বাঘ৷ জানা গিয়েছে, মাছিলই হয়ত এমন একটি বাঘ যার ছবি সবচেয়ে তোলা হয়েছে৷রানথামবোর ন্যাশনাল পার্কের ফিল্ড ডিরেক্টর ওয়াই এন সাহু জানিয়েছেন, মাছিলের চিকিৎসার জন্য একটি অভিজ্ঞ চিকিৎসকদের বোর্ড গঠন করা হয়েছিল৷ যারা তার দেখভালের দায়িত্বে ছিল৷ প্রসঙ্গত বাঘেদের আয়ুকাল সাধারণত ১৩ থেকে ১৫ বছর পর্যন্ত হয়ে থাকে৷ কিন্তু মাছিল জীবিত রইল ১৯ বছর৷ ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির সদস্য রজপাল সিং জানিয়েছেন, তিনি যখন প্রথম ১৯৯৮ সালে প্রথম মাছিলকে দেখেছিল তখন সে ঝালরায় মায়ের সঙ্গে ঘুড়ে বেড়াত৷

-নয়া দিগন্ত

0 Response to "Bangla News: চলে গেল ব্যাঘ্র-সম্রাট ‘মাছিল’"

Post a Comment