ক্রিস গেইল ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মন জয় করেছেন ভক্তদের। গেইল এমনই এক মায়াবী আলো, যেদিন নিজে জ্বলেন সেদিন বাকি সব কিছু অন্ধকার করে দেন! কাল স্বপ্নের ফাইনালে মিরপুরে আবারও জ্বলে ওঠে ‘গেইল-আলো’, সেই সঙ্গে নিভিয়ে গেল ঢাকা ডায়নামাইটসের টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন। গেইলের ব্যাটে চড়ে প্রথমবারের মতো শিরোপা জিতল রংপুর রাইডার্স।
শেরেবাংলায় কাল গেইলের ব্যাটের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল ডায়নামাইটস। ওয়েস্ট ইন্ডিজের এই দানবীয় ব্যাটসম্যান একাই হাঁকালেন ১৮টি ছক্কা! ৬৯ বলে অপরাজিত ১৪৬ রান! গেইলের সাইক্লোন ব্যাটিং রংপুর রাইডার্স পায় ২০৬ রানের এভারেস্টসম এক স্কোর! তারপর ৫৭ রানের মধুর এক জয়। বিপিএলের প্রথম তিন ম্যাচে খেলেননি গেইল। তারপরও এই আসরে সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকেই।
বিমানে সিক্রেট সুপারস্টার জায়রার শ্লীলতাহানি
Source: bd-pratidin
Please share this news to your friends and relatives.
Source: bd-pratidin
Please share this news to your friends and relatives.
0 Response to "Bangla Sports (BPL) News: বিপিএলে গেইলের তাণ্ডব (ভিডিও)"
Post a Comment