জেরুজালেম ইসরায়েলের কবরস্থানে পরিণত হবে বলে মন্তব্য করেছে ইরানের সশস্ত্র বাহিনী-আইআরজিসি। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের তীর্থস্থান নিয়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলি জাফারি। তেহরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
তেহরানে আইআরজিসির এক অনুষ্ঠানে জেনারেল জাফারি দাবি করেন, পবিত্র আল আকসা মসজিদ ধ্বংস করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে। তিনি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় বোকামি করেছে। আল্লাহর রহমতে জেরুজালেম হবে ইসরায়েলিদের কবরস্থান।’ এ সময় তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ ষড়যন্ত্র রুখে দিতে মুসলিমবিশ্বের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘নইলে দেরি হয়ে যাবে।’
Source: dainikamadershomoy
0 Response to "জেরুজালেম হবে ইসরায়েলের কবরস্থান : ইরান"
Post a Comment